Wellcome to National Portal

পুলিশ জনগণের বন্ধু এবং আস্থার প্রতীক। সে আস্থা থেকে বাংলাদেশ পুলিশ সর্বদা রাষ্ট্রীয় সেবা নিশ্চিতকল্পে সাধারণ মানুষের পাশে প্রতিনিয়তো কাজ করে যাচ্ছে। কেন্দুয়া থানা পুলিশ জনগণের সেবার ব্রত নিয়ে কাজ করতে দৃঢ়  প্রতিজ্ঞ। সাধারণ নাগরিকের জীবন যাপনের সামাজিক নিরপত্তা নিশ্চিতকল্পে ভরসাস্থল হিসাবে প্রতিনিয়তোই থাকতে চাই। সে কারণে প্রতিনিয়ত আপনাদের সহায়তা কামনা করছি। জনাব  মোঃ এনামুল হক, পিপিএম (সেবা),কেন্দুয়া থানা।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কেন্দুয়া থানা।

এক নজরে কেন্দুয়া থানা
০১। থানা প্রতিষ্ঠার তারিখ        : ১৮৮৪ সালে কেন্দুয়া থানা গঠিত হয়।
(১৯৮৩ সালে কেন্দুয়া থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়)।
০২। পৌরসভা           :০১টি।
০৩। থানার আয়তন       : ৩০৩.৬০ বর্গ কি.মি.।
০৪। ইউনিয়ন সংখ্যা       : ১৩টি।
০৫। জনসংখ্যা           : ৩,২৩,৮৩৬ জন।
০৬। ভোটার সংখ্যা       : ২,৪৭,৬১৯ জন।
০৭। প্রাইমারী স্কুলের সংখ্যা   : ১৬১টি।
০৮। হাই স্কুলের সংখ্যা       : ২৭টি।
০৯। দাখিল মাদ্রাসা       : ১৮টি।
১০। কওমী মাদ্রাসা       : ৫০টি।
১১। কলেজ সংখ্যা       : ০৬ টি।
১২। বাজার সংখ্যা           : ২৫টি।
১৩। দর্শনীয় স্থান    : রোয়াইলবাড়ী প্রাচীন দূর্গ। মোজাফফরপুর ইউনিয়নে মোজাফফরপুর সাগর দিঘি, হারুলিয়া গ্রামে ৮০০ বছরের পুরোনো মসজিদ, সাজিউড়া সাকিনে অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নলিনী রঞ্জন সরকার এর বাস ভবন ও পুকুর।
১৪। বিনোদন কেন্দ্র        : জল্লী নিঝুম পার্ক, দলপা ইউনিয়ন।
১৫। নদী           : ০৪টি।
১৬। শিল্প কারখানা       : ০১টি।